ক্রীড়া প্রতিবেদক: প্রিমিয়ার হকির দলগুলোর জন্য এক কোটি টাকা অনুদান ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে হকি ফেডারেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থের চেক তুলে দেয়া হয়েছে ক্লাবগুলোর প্রতিনিধির হাতে।
২০১৮ লিগে শীর্ষ তিন দল আবাহনী, মোহামেডান ও মেরিনার্স পেয়েছে ১২ লক্ষ টাকা করে।পরবর্তী ২টি ক্লাব ৮ লক্ষ ও বাকী ৭ টি ক্লাব পেয়েছে ৬ লক্ষ করে। প্রিমিয়ার হকি লিগে অংশগ্রহণকারী ১২ টি ক্লাবের মধ্যেই বণ্টন করে দেয়া হয়েছে এই চেক।
এ প্রসঙ্গে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, আমরা আজ ক্লাবগুলোর হাতে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের চেক ক্লাবগুলোর প্রতিনিধির হাতে তুলে দিয়েছি। যারা আসতে পারেননি, তাদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
তিনি আরও যোগ করে বলেছেন, আগামী ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর প্রিমিয়ার হকি লিগে দলবদল হতে যাচ্ছে। এই অনুদান পেয়ে ক্লাবগুলো ভালোভাবে লিগে অংশ নিতে পারবে।
সান নিউজ/এফএআর