ক্রীড়া ডেস্ক: এ বছরের কেন্দ্রীয় চুক্তিতে ক্যাটাগরি অনুযায়ী টাইগারদের ১৫ থেকে ৩৫ শতাংশ বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে খেলোয়াড়ের সংখ্যাও বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
আকরাম খান বলেন, ‘আমরা তিনটা ফরম্যাট (টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি) করেছি। যে বেশি ফরম্যাট খেলবে সে বেশি টাকা পাবে। এই সুযোগটা আমরা দিয়েছি। ক্যাটাগরি অনুযায়ী ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পেয়েছে।’
চুক্তিতে থাকা ২৪ ক্রিকেটারের মধ্যে তিন সংস্করণেই আছেন মাত্র পাঁচজন। এরা হলেন- মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
শুধুমাত্র টি-টুয়েন্টিতে আছেন- সৌম্য সরকার, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম পাটোয়ারি।
শুধুমাত্র টেস্টের চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা ছয়- মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, সাদমান ইসলাম, সাইফ হাসান ও ইবাদত হোসেন।
টেস্ট ও ওয়ানডে সংস্করণে আছেন- তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেয়া তামিম ইকবাল নেই এই সংস্করণে। টেস্টে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে।
ওয়ানডে ও টি-টুয়েন্টি সংস্করণে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
সান নিউজ/এমবি