স্পোর্টস ডেস্ক:
মহামারি করোনার কারণে স্থগিত রয়েছে বিশ্বের সকল ধরনের ক্রিকেট। করোনার এমন পরিস্থিতিতে পরবর্তী সময়ে মাঠে কীভাবে ক্রিকেট ফিরবে তা নিয়ে বোর্ডগুলোকে নির্দেশিকা দিয়েছে আইসিসি।
তবে আইসিসির এমন নির্দেশনায় পরিস্কার ব্যাখ্যা পায়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও এই মুহূর্তে আইসিসির নিষেধাজ্ঞায় মাঠের বাইরে আছেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। তিনি মনে করেন মাঠে ক্রিকেট ফেরানোর আগে আইসিসির অনেক প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে।
সাকিবের মতে, আইসিসির পক্ষ থেকে আরও স্বচ্ছভাবে বর্ণনা করা হোক নির্দেশনাগুলো। কেননা ক্রিকেট মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করা খুবই কঠিন ব্যাপার।
সাকিব বলেন, ‘আমরা এখন শুনতে পাচ্ছি যে, করোনাভাইরাস ১২ ফুট দূরেও সংক্রমিত করতে পারে, তিন বা ছয় ফুট নয়। তার মানে দুজন ব্যাটসম্যান ওভার শেষে কথা বলতে পারবে না? তারা নিজেদের প্রান্তেই দাঁড়িয়ে থাকবে? মাঠে কোন দর্শক থাকবে না? উইকেটরক্ষকরা আরও দূরে গিয়ে দাঁড়াবে? ক্লোজ ইন ফিল্ডারদের ক্ষেত্রেই বা কী হবে?’
তার আশা, কোন ধরনের ঝুঁকি নিতে যাবে না আইসিসি, ‘আমার মনে হয় না, পুরোপুরি নিশ্চিত হওয়ার আগে আইসিসি কোন ঝুঁকি নেবে। বিষয়টা যাই হোক, জীবন সবার আগে। আমি নিশ্চিত আইসিসিও নিরাপত্তার কথাই আগে ভেবে দেখবে।’
সান নিউজ/ আরএইচ