রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
খেলা প্রকাশিত ২৮ আগস্ট ২০২১ ১৩:২৩
সর্বশেষ আপডেট ২৮ আগস্ট ২০২১ ১৩:২৩

লা লিগার ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের জিদান

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগার দল রায়ো ভায়োকানোতে নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। ইংল্যান্ডে জন্ম নেয়া ২০ বছর বয়সী জিদান মিয়াকে নতুন মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে স্পেনের ক্লাবটি।

তবে জিদান মিয়া প্রথম মৌসুমেই ভায়োকানোর মূল দলে খেলবেন না। আপাতত দলের সঙ্গে রেখে জিদানের স্কিল আরও বাড়ানোর দিকে মনোযোগ দেবে ক্লাবটি।

এছাড়া মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজম্যান্ট এজেন্সি এন্থেম স্পোর্টসও জানিয়েছে এ খবর। মাদ্রিদের স্কাউট একাডেমি জেনোভা স্পোর্টসের পোস্টেও জানা গেছে জিদান মিয়ার ভায়োকানোতে যোগ দেয়ার খবরটি। ইংলিশ গ্রেট ডেভিড বেকহ্যামের অ্যাকাডেমি থেকে হাতেখড়ি নেয়া এই ফুটবলারকে এবার দেখা যাবে স্পেনের ক্লাব ফুটবলের সর্বোচ্চ লিগে।

জিদান লিখেছেন, ‘আমি গর্বের সঙ্গে জানাচ্ছি রায়ো বায়াকানোর সঙ্গে ২০২১-২০২২ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এই সুযোগটি দেওয়ার জন্য ও আমার ওপর বিশ্বাস রাখার জন্য ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই। আমার বর্তমান ও সাবেক কোচ ও মেন্টরদের অনেক ধন্যবাদ জানাতে চাই তাদের সমর্থন, সময় ও ভালোবাসা দেওয়ায়।’

তিনি আরও লিখেছেন, ‘আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই বছরের পর বছর ত্যাগ স্বীকার করার জন্য। তাদের ছাড়া আমি আজকের অবস্থানে আসতে পারতাম না।’

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে জিদান লিখেছেন, ‘সবশেষে আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ করেছেন, বিশেষত আমার আদি নিবাস বাংলাদেশকে। আপনাদের সমর্থন মনে থাকবে, আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন সেটাও।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

হিমাগারে বিএডিসির আলুবীজের জায়গা মিলে নাই; বিপাকে কৃষক

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির আলুবীজ হিমাগারে জায়...

বাঙালির উৎসব বাংলা নববর্ষ

পহেলা বৈশাখ- বাংলা নববর্ষ। বাঙালির প্রাণের উৎসব। এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা