নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিটি তারকা ক্রিকেটারেরই বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। ভক্তরা নিজেদের পছন্দের খেলোয়াড়কে সবসময়ই উঁচুতে রাখতে চায়। কিন্তু কিছু কিছু সময় এটা মাত্রা ছাড়িয়ে একটু বাড়াবাড়ি হয়ে যায়। কেউ কেউ আবার নিজের অজান্তেই নিজের পছন্দের প্লেয়ারকে বড় করতে যেয়ে অন্য প্লেয়ারদের ছোট করে ফেলেন। এ ব্যাপারে শনিবার (২৩ মে) তামিমের শেষ লাইভ শো-তে এসে মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহ- তিনজনই ভক্তদেরকে কাদাছোড়াছুড়ি না করার অনুরোধ জানান।
লাইভ অনুষ্ঠানের শেষ দিকে তামিম বিষয়টি তুলে এনে বলেন, প্রত্যেকটা ক্রিকেটারের একেকটা ফ্যান বেইজড গ্রুপ আছে, যেমন- তামিমিয়ান, মুশফিকায়ান, মাশরাফিয়ান এরকম গ্রুপ আছে। প্রত্যেকটা দর্শকেরই ব্যক্তিগত পছন্দের খেলোয়াড় থাকবে, কিন্তু আমার মনে হচ্ছে এই গ্রুপগুলো যেন একে অপরকে আক্রমণের মাধ্যম না হয়।
তিনি সবাইকে অনুরোধ করে বলেন, ‘আমরা সবাই এক, বাংলাদেশের হয়ে খেলি। তো তামিমের সমর্থক মুশফিককে গালি দেবে, আবার মুশফিকের সমর্থক তামিমকে গালি দেবে, এটা ঠিক নয়।’
তামিমের কথা টেনে নিয়ে মাশরাফি বলেন, ‘আসলে আমাদের নিজের ক্ষতিটাই আমরা করছি। আমরা খেলি তো বাংলাদেশের জন্য, আপনাদের জন্য। গালি দিতে হলে সবাইকে একসঙ্গে দিন, একজনকে আরেক জনের জন্য গালি দিয়েন না। ক্রিকেট জেন্টেলম্যান গেম, দর্শকরাও জেন্টেল হয়। আমাদের দর্শকরাও আমাদের সঙ্গে সবসময় ছিল, আর কেবল এই ব্যাপারটা আমরা নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা ক্রিকেট বিশ্বে আরও মাথা উঁচু করে দাঁড়াতে পারব।’
মাশরাফির কথার জের ধরে মাহমুদুল্লাহও বলেন, ‘কাদা ছোড়াছুড়ি করলে কারও কোনও লাভ হয় না, শেষ পর্যন্ত কাদা নিজের গায়েই লাগে। আমরা সবাই বাংলাদেশ দলের হয়ে খেলি। ভালো কাজ করলে ভালো ফলই পাবেন।’
সমর্থকদের উদ্দেশ্যে মুশফিক অনুরোধ করে বলেন, ‘আমরা বাংলাদেশ দলের হয়ে খেলি, আমার মনে হয় না দল কোনও নির্দিষ্ট খেলোয়াড়ের জন্য ম্যাচ জেতে কিংবা হারে। আমরা সবাই সমানভাবে অবদান রাখি। তাই ভক্তদের উচিৎ সবাইকে সমানভাবে সম্মান দেওয়া।’
লাইভ থেকে অতিথিদের বিদায় দিয়ে তামিম আবারও সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আপনি যার সমর্থকই হোন না কেন, একটা বিষয় মনে রাখবেন, আমরা কিন্তু সবাই বাংলাদেশের হয়ে খেলি।’
সান নিউজ/ বি.এম.