খেলা

কিউইদের বিপক্ষে ‘ডাক’ ভাঙ্গার সিরিজ টাইগারদের 

স্পোর্টস ডেস্ক: কুড়ি ওভারে ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ পরিসংখ্যান তেমন একটা ভালো নয়। হাতে গোনা কয়েকটা সিরিজ খেলা হয়েছে । সেটাও ৪টি। ৪ সিরিজের ১০ দেখায় একটিতেও জয় নেই বাংলাদেশের। স্কোরবোর্ডের তাদের নামের পাশে ‘ডাক’।

সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশ সফরে আসে নিউজিল্যান্ড। সেবার বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে ব্ল্যাক ক্যাপস।

আট বছরের বিরতিতে ফের বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলা বাংলাদেশের। আর নিউজিল্যান্ড আইসিসির মন ও বিসিবির সঙ্গে সম্পর্ক রক্ষায় বিশ্বকাপ দলের ১৫ জনকে রেখে এসেছে ঢাকায়।

বিশ্বকাপের দল নিয়ে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আর বাংলাদেশের বিপক্ষের দল নিয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে পাকিস্তান।

বাংলাদেশ সফরে আসা নিউজিল্যান্ড দলের টম লেইথাম, ফিন অ্যালেন, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল ও কলিন ডি গ্র্যান্ডহোম বাদে কারও অভিজ্ঞতা নেই বাংলাদেশের বিপক্ষে খেলার।

সেই সুবাদে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে ‘নবীন’ নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো বধের। সেই সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশকে এগিয়ে রাখছে সিরিজে।

এদিকে অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও নিউজিল্যান্ড সিরিজে দলে ঢুকেছেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইনজুরিতে পড়া লিটন দাস ফিরেছেন স্কোয়াডে। এ ছাড়া ডাক পেয়েছেন তরুণ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের।

সিরিজকে সামনে রেখে বাংলাদেশে পৌঁছেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। দলের বাকিদের আসার চার দিন আগে বাংলাদেশে আসেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার। শুক্রবার সকালে ঢাকায় আসেন কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন।

ঢাকায় এসে তিন দিনের কোয়ারেন্টিনে থাকবেন ক্রিকেটাররা। সব কিছু ঠিক থাকলে ২৭ আগস্ট থেকে অনুশীলন শুরু করবে দুই দল।

সেপ্টেম্বরের ১ তারিখ মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। ৩, ৫, ৮ ও ১০ তারিখ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ৪টি ম্যাচ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচগুলো।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: টম লেইথাম, ফিন অ্যালেন, হ্যামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডুগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রাভিন্দ্রা, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

জমি দখল নিয়ে সংঘর্ষে মৃত্যু বেড়ে ১ 

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলায় গোমস্তাপুরে খাস জমি দখল...

অক্টোবরে সড়কে ঝরল ৪৭৫ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : দেশে গত অক্টোবরে মাসে ৪৫২টি সড়ক দুর্ঘটনায়...

ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য সচেতন নারী ও পুরুষদের জন্য ত্বকে...

পবিপ্রবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধন

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা