নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে জাতীয় দল নিয়ে তার কিছু পরিকল্পনা থাকে। এবারো আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্ট নিয়ে তিনি কিছু পরিকল্পনা ছিলো। যা ইতিমধ্যেই চমক ফাঁস হয়ে গেছে।
জানা যায়, একজন নয়, একসঙ্গে দুই প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে ডেকেছেন প্রধান কোচ জেমি ডে। কানাডা প্রবাসী রাহবার খানের জাতীয় দলে ডাক পাওয়ার খবর এখন ফুটবল অঙ্গনে হটকেক। নতুন নাম ফ্রান্স প্রবাসী নায়েব তাহমিদ ইসলাম। তাকেও সরাসরি কিরগিজস্তানে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বলেছে বাফুফে।
সেপ্টেম্বরে কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অন্য দেশটি ফিলিস্তিন। এর বাইরে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে জেমির শিষ্যরা।
তিনজাতি টুর্নামেন্ট ও ফ্রেন্ডলি ম্যাচ দেখে নতুন দুই প্রবাসী ফুটবলারকে সাফ চ্যাম্পিয়নশিপ দলে রাখার সিদ্ধান্ত নেবেন ইংলিশ কোচ জেমি ডে।
অক্টোবরে মালদ্বীপে হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। রাহবাব ও তাহমিদ হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে ডাক পাওয়া তৃতীয় ও চতুর্থ প্রবাসী ফুটবলার।
এর আগে ২০১৩ সালে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও এবছর জুনে বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছিল।
সাননিউজ/এএসএম