স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের আগ্রহে বাড়তি জায়গা করে নিয়েছে ফরাসি লিগ। লিওনেল মেসির মতো তারকা খেলোয়ার নাম লেখানোর পর থেকেই বাড়তি আগ্রহ।
যদিও এখনো লিগ ওয়ানে অভিষেক হয়নি বার্সেলোনার সাবেক এই মহাতারকার। কিন্তু তার আগেই ভিন্ন এ ঘটনায় হঠাৎ উত্তাপ ছড়ালো ফ্রেঞ্চ ফুটবল লিগে। মাঝপথেই পরিত্যক্ত হলো নিস ও মার্শেইয়ের ম্যাচ।
মেসির অভিষেকের ঠিক আগে ফুটবল বিশ্ব দেখল অপ্রীতিকর এক ঘটনা। দর্শক হাঙ্গামায় কলঙ্ক লাগল ফরাসি ফুটবলে। ঘটনা রোববার রাতের। নিসের ঘরের মাঠ আলিয়াঞ্জ রিভেইরায় চলছিল খেলা। প্রথমার্ধ গোলশূন্য।
খেলার ৪৯তম মিনিটে ডলবার্গের গোলে ১-০ এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৭৪তম মিনিটে অলিম্পিক মার্সেইয়ের একটি কর্ণারের সময় শুরু হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা!
নিসের সমর্থকরা আচমকাই মাঠে ছুঁড়তে শুরু করে পানির বোতল। কর্ণার কিক নিতে যাওয়া পায়েটের পিঠে সজোরে এসে লাগে একটি পানীয়ের বোতল। এরপর ফুটবলাররাও কম যাননি। বোতল কুড়িয়ে পালটা দর্শকদের দিকে ছুঁড়তে থাকেন তারা।
Crazy scenes in the Ligue 1 match between Nice and Marseille.
— Alcino Broadley (@alcinobro) August 22, 2021
Payet gets hit with a bottle from the crowd while taking a corner, throws the bottle back into the stands...enraged OGC Nice fans storm the field. Watch below 👇
pic.twitter.com/u3I6qGILrP
ব্যস, তারপর তো তুলকালাম। গ্যালারি থেকে দর্শকরা মাঠে নেমে শুরু করেন তাণ্ডব। তারপর বেশ কয়েকজন ফুটবলার আহতও হয়েছেন। নিরাপত্তা কর্মীরা যখন পরিস্থিতি শান্ত করলেন, তখন বেঁকে বসেন মার্শেইয়ের ফুটবলাররা। পুনরায় মাঠে নামতে অস্বীকার করেন তারা। এরপর বাতিল হয়ে যায় এই ম্যাচ!
মার্সেই প্রেসিডেন্ট পাবলো লঙ্গরিয়া ফুটবলারদের নিরাপত্তা নিয়ে তুললেন প্রশ্ন। বলেন, ‘লিগ কর্তৃপক্ষ ম্যাচ ফের শুরু করার সিদ্ধান্ত নিলেও আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। আমরা খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থেই মাঠে না নামার সিদ্ধান্ত নিই। রেফারিও আমাদের সঙ্গে একমত হন। এটা দুর্ভাগ্যজনক।’
মেসির অভিষেকের আগেই এভাবে কলঙ্কিত হলো ফরাসি লিগ। সব ঠিক থাকলে এই মাসেই প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের (পিএসজি) হয়ে অভিষেক হয়ে যেতে পারে আর্জেন্টাইন কিংবদন্তির।
Here's what happened to #Payet.
— Robin Bairner (@RBairner) August 22, 2021
Can understand why the Marseille players are upset...pic.twitter.com/6xz35uOcSN
ফ্রেঞ্চ পত্রিকা এল ইকুইপে রিপোর্ট করেছে, মারামারির ঘটনায় মাতেও গুয়েনডোজি এবং লুয়ান পেরেস আহত হয়েছেন।
সাননিউজ/এএসএম