খেলা
লুকাকুর ‘প্রত্যাবর্তন’ 

আর্সেনালকে হারালো চেলসি

স্পোর্টস ডেস্ক: চেলসির জার্সিটা তার কাছে মনে হয় বড্ড চেনা। আর এই জার্সিটার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে তার ‘কিক অফ’ হয়েছিলো। তখন সেভাবে থিতু হতে পারেননি দলে।

এর কিছুদিন তিনি ধারে খেলেছেন সেটাও ওয়েস্ট ব্রম আর এভারটন। পরে তাকে এভারটন কিনেই নিয়েছিলো। এরপর গিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে, সেখান থেকে ইন্টার মিলান। আর মিলানে গিয়ে নতুন করে খুঁজে পেয়েছেন নিজেকে যেন। এরপরই আবারো ফিরেছেন চেলসিতে।

লন্ডন ডার্বি দিয়ে হলো রোমলু লুকাকু‘অভিষেক’। এবার পেলেন চেলসির জার্সি গায়ে প্রথম গোলের দেখাও। তার কীর্তির দিনে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলের দারুণ এক জয়ই পেয়ে গেছে চেলসি।

মুদ্রার উল্টোপিঠ দেখেছে আর্সেনাল। প্রথম ম্যাচে একই ব্যবধানে হেরেছিল ব্রেন্টফোর্ডের কাছে, এবার চেলসির কাছে এই হার দলটিকে দিয়েছে বিরল এক বিস্বাদ। লিগের প্রথম দুই ম্যাচে হারের তেতো স্বাদ এ নিয়ে প্রিমিয়ার লিগ যুগে তৃতীয়বারের মতো চেখে দেখলো দলটি।

তবে ম্যাচের শুরুতে ব্রেন্টফোর্ড দুঃস্মৃতি তাড়ানোর ইঙ্গিতই দিচ্ছিলো আর্সেনাল। ম্যাচে সময় যতই গড়াতে থাকে, গানাররাও রঙ হারাতে থাকে একটু একটু করে। আর্সেনালকে সাঁড়াশি আক্রমণে চেপে ধরে চেলসি।

সেই থেকেই ১৫ মিনিটে এল প্রথম বড় সুযোগটা। লুকাকুর কল্যাণে তাতেই হলো গোল। রিস জেমসের ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোলটি করে বসেন বেলজিয়ান স্ট্রাইকার।

সেই যে শুরু, আর পেছন ফিরে তাকাতে হয়নি চেলসিকে। প্রথম গোলের যোগানদাতা জেমস ৩৫তম মিনিটে নিজেও লক্ষ্যভেদ করেন। মার্কোস আলনসোর কাছ থেকে পাওয়া বলে মেসন মাউন্ট পাস বাড়ান জেমসকে, তা থেকেই দারুণ এক প্লেসমেন্টে গোলটি করেন ইংলিশ ডিফেন্ডার। বিরতির আগেই দুই গোলে এগিয়ে যায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

বিরতির পরও আর্সেনাল ছিল প্রথমার্ধের মতোই বিবর্ণ। ৭৬ মিনিটে লুকাকুর হেডার আর্সেনাল গোলরক্ষক বার্ন্ড লেনোর হাত ছুঁয়ে লেগেছে ক্রসবারে। এর দশ মিনিট পর কাই হ্যাভার্টজও মিস করে গেছেন সুবর্ণ সুযোগ, নাহয় আর্সেনালের দুর্দশাটা আরও বাড়তেই পারত।

এদিকে আর্সেনালও শেষ দিকে মরণকামড় দেওয়ার মতো মনোভাবই দেখায়নি। রেগে মেগে সমর্থকরা মাঠ ছাড়েন খেলা শেষের আগেই। ২-০ গোলের জয়ে শেষ হাসিটা হাসে চেলসি।

এ জয়ে ঝুলিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল চেলসি। আর টানা দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ১৯তম অবস্থানে নেমে গেল আর্সেনাল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

জানা গেল ২০২৫ সালের হজ ফ্লাইট শুরুর তারিখ

এবছর পবিত্র হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।...

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দিল বাটা

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ জানাবে বাংলাদেশ

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে বাংলাদেশের র...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা