স্পোর্টস ডেস্ক: দেশের মাটিতে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। এই সিরিজে সবকটি ম্যাচ জিতলে আইসিসি টি-টুয়েন্টি র্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠবে বাংলাদেশ। এতে র্যাংকিংয়ে বাংলাদেশের পেছনে পড়বে দক্ষিণ ও অস্ট্রেলিয়ার মতো দল।
বাংলাদেশ ২৩৪ রেটিং নিয়ে বর্তমানে দশমস্থানে আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১ সেপ্টেম্বর থেকে সিরিজ শুরু টাইগারদের। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর সিরিজের পরের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় খেলা শুরু হবে।
দেশের মাটিতে সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষেও ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে আইসিসি র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠবে বাংলাদেশ। তখন টাইগারদের রেটিং হবে ২৪৪। তবে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা পেতে হলে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে বাংলাদেশকে। সিরিজে বাংলাদেশ ৫-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৪৮। যদি ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। তবে ২৪১ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে উঠবে টাইগাররা।
২০১৩ সালের ওই ম্যাচে ১৫ রানে হারে টাইগাররা। টি-টুয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১০বার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
সাননিউজ/এমআর