নিজস্ব প্রতিবেদক: ঘরের মাঠে স্পিনের ফাঁদ বানিয়ে প্রতিপক্ষ ঘায়েলে বেশ পারদর্শী বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের ইতিহাস রচনা হয়েছিল মিরপুরের মন্থর উইকেটে।
কিছুদিন আগেই শের-ই-বাংলায় অজি বধ টাইগারদের। পাঁচ ম্যাচের টি-টিয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়াকে হারায় ৪-১ ব্যবধানে। সেখানেও মন্থর উইকেটের ফায়দা নিয়েছে স্বাগতিকরা।
তবে নিউজিল্যান্ড সিরিজের আগে আকরাম খান বলছেন, ঘরের মাঠে উইকেটের সুবিধা নেয় না বাংলাদেশ।
শনিবার (২১ আগস্ট) মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারপার্সন আকরাম খান জানালেন, ‘আমরা বলি না আমাদের এমন উইকেট দাও। উইকেট যেমনই হয় আমরা সেখানেই খেলি।’
ঘরের মাঠে প্রতিপক্ষ দলকে হারাতে উইকেট নয়, হোম কন্ডিশনকেই বড় করে দেখছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বছরের প্রায় অধিকাংশ সময় মিরপুরে খেলে থাকেন জাতীয় দলের ক্রিকেটাররা। শের-ই-বাংলার উইকেট রীতিমতো মুখস্থ সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের। এ জন্যই বাড়তি সুবিধা পেয়ে থাতে বাংলাদেশ দল।
সাননিউজ/এএসএম