স্পোর্টস ডেস্ক: প্রশ্নটা অনেক বড় হয়ে দেখা দিয়েছে। পিএসজির জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। চুক্তিতে স্বাক্ষরের পর থেকেই এমন প্রশ্ন সবার মনে। কবে মেসি -নেইমার-এমবাপের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন? কবে বিশ্ব ফুটবল দেখবে এমএমএন ত্রি-ফলার আক্রমণ?
পিএসজির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর এ নিয়ে যখন তুমুল আলোচনা সৃষ্টি হয়েছিল, তখন জানা গিয়েছিল বেশ কয়েকটি সম্ভাব্য তারিখ। অবশেষে পিএসজি থেকেই জানিয়ে দেয়া হয়েছে কবে, তাদের জার্সি পরে মাঠে নামবেন মেসি?
এই মৌসুমে ফরাসি লিগ ওয়ান-এ এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। মেসি এখনও মাঠে নামেননি। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পর এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলতে দেখা যায়নি মেসিকে।
প্রাক মৌসুম অনুশীলনের সুযোগও পাননি ৩৪ বছরের ফুটবল তারকা। তাকে পুরোপুরি ফিট করে তবেই মাঠে নামাতে চান পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো।
তবে পিএসজি এখন যেটা জানাচ্ছে, আগামী ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে মেসিকে দেখা যেতে পারে। লিগের দ্বিতীয় ম্যাচে স্ট্রাসবর্গকে ৪-২ ব্যবধানে হারিয়ে দেয় পিএসজি। এখনও মাঠে না নামলেও দলের খেলা দেখতে মাঠে এসেছিলেন মেসি।
সেই ম্যাচের পর পচেত্তিনো বলেন, ‘কোপা আমেরিকা ফাইনালে খেলার পর এখনও পর্যন্ত মাত্র দু’দিন অনুশীলন করেছে মেসি। আমরা তাড়াহুড়ো করব না। ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা করব। মেসি পুরোপুরি সুস্থ হোক, দলের সঙ্গে ভাল ভাবে মিশে যাক। তারপরেই অভিষেক হবে তার।’
সাননিউজ/এএসএম