স্পোর্টস ডেস্ক: সশস্ত্র গোষ্ঠীর দখলে পুরো আফগানিস্তান। কাবুলের নিয়ন্ত্রণও এখন তাদের হাতে। এমন অবস্থায় দেশটির নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক খালিদা পুপাল বলছেন, দেশটির খেলোয়াড়দের জন্য দুঃস্বপ্ন হয়ে এসেছে সশস্ত্র গোষ্ঠী ।
বর্তমানে ডেনমার্কে অবস্থান করছেন তিনি। সেখানে থেকেই আফগানিস্তান নারী ফুটবল দলের পরিচালকের দায়িত্ব পালন করছেন খালিদা। তিনি বলছেন, আফগানিস্তান থেকে খেলোয়াড়রা মেসেজ পাঠিয়ে তাদের ভয়ের কথা জানাচ্ছেন।
বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি আফগানিস্তানে থাকা খেলোয়াড়দের মেসেজ পেয়েছি-তারা কান্না করছে। তারা বলছে আমরা শেষ হয়ে গেছি, ঘরে বন্দি হয়ে আছি, বাইরে বের হতে পারছি না। তারা ভয় পেয়ে গেছে। সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এটা একটা দুঃস্বপ্নের মতো।’
খালিদা আরো বলেন, ‘‘প্লেয়াররা ভিডিও পাঠাচ্ছে এবং বলছে, ‘আমি যাদের বিরুদ্ধে কথা বলছি তারা এখন আমার দরজার সামনে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি অনেক ভয় পেয়েছি আর কোনো রকমের সুরক্ষাও দেখছি না।’’
সাননিউজ/এএসএম