স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান লড়াই মানেই ভিন্ন আবহ। সেটাও যদি হয় ক্রিকেট মাঠে তাহলে তো তথায় নেই। দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক টুর্নামেন্ট না হওয়ায় আইসিসি টুর্নামেন্টগুলোই ভরসা দর্শকদের জন্য।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও আরও একবার দেখা মিলবে ভারত-পাকিস্তান দ্বৈরথ।
এটি অবশ্য নিশ্চিত হওয়া গিয়েছিল আগেই। আইসিসি আগেই জানিয়েছিল বিশ্বকাপ গ্রুপিং। একই গ্রুপে পড়েছিল ভারত ও পাকিস্তান। এবার জানা গেল এই দুই দলের ম্যাচের তারিখ।
আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিরাট কোহলিদের বিপক্ষে মাঠে নামবেন বাবর আজমরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
১৭ অক্টোবর পর্দা উঠবে এই বিশ্বকাপের। ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় রাত নয়টায়। শুরুতে বাংলাদেশকে খেলতে হবে টুর্নামেন্টের প্রথম পর্ব। যেখানে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ দলের বাকি তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনি।
এই গ্রুপের সবগুলো খেলা হবে ওমানে। বাংলাদেশ দল এই পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে স্থানীয় সময় ৬টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টায় এবং পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে স্থানীয় সময় ২টায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
গ্রুপ পর্ব পার হতে পারলে বাংলাদেশ খেলবে সুপার টুয়েলভে।
এই পর্বে ম্যাচ হবে সর্বমোট ৩০টি। দুবাই, আবুধাবি ও শারজায়; এই তিন ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। এই রাউন্ড শেষে বাকি থাকবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচটি
সাননিউজ/এএসএম