স্পোর্টস ডেস্ক:
তামিম ইকবালের অনলাইন আড্ডায় বড় চমক হয়ে সোমবার (১৮ মে) রাতে এসেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুজনের আড্ডার শেষ দিকে তামিম কোহলিকে বললেন, ঈদ নিয়ে যদি তিনি কিছু বলতে চান বাংলাদেশের মানুষের জন্য। করোনাভাইরাস পরিস্থিতির কারণে সময়টা খুবই কঠিন। তবে কোহলি চান, এই পরিস্থিতির ভেতরও হাসিমুখে ঈদ উদযাপন করুক বাংলাদেশের মানুষ।
ভারতের সেরা এই ব্যাটসম্যান বলেন, 'সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। পরিবারের সঙ্গে সবাই সময় কাটান, উপভোগ করুন। পরিবারের সঙ্গে এই সময়গুলোও স্মরণীয় করে রাখা উচিত। আমি আশা করব, সব চ্যালেঞ্জ সামলে সবাই হাসিমুখে ঈদ পালন করবে। আশা করি পরিস্থিতি ভালো হবে, আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করব।'
এর পাশাপাশি তিনি জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করার আহবানও জানান। বলেন, 'আমার মনে হয় না, এখন সময় পরস্পরকে আলাদা করে দেখার। কারণ সবাই একই বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে এই সময়ে। সবাই এটির সঙ্গে লড়াই করছে। আশা করব, সবাই এই অবস্থা থেকে দ্রুত মুক্তি পাবে। সবাইকে আবারও ঈদ মোবারক।'