স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যোগ দিয়েছেন মঙ্গলবার। বুধবার শেষ হয়েছে আনুষ্ঠানিকতা। এরপর দেরি না করে অনুশীলনে নামলেন লিওনেল মেসি।
পিএসজির স্টেডিয়াম সংলগ্ন উরিডু ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেন তিনি। অনুশীলনের শুরুতে ছিলো জিম ও স্ট্রেচিং সেশন। এরপর বিকেলে চলে পুরোদমে অনুশীলন।
মেসির সঙ্গে প্রথম দিন অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে আনহেল দি মারিয়া, সার্হিও রামোসসহ পুরো স্কোয়াডের সবাই। পরে উরিডু গ্রাউন্ডে আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে অনুশীলন করেন তারা।
কোপা আমেরিকার পর ফুটবলের বাইরে প্রায় দেড় মাস থাকায় নিজের ফিটনেস নিয়ে আরও কাজ করে মাঠে নামতে চান মেসি। তাইতো অনুশীলনে যোগ দিলেও আপাতত পিএসজির হয়ে মাঠে নামতে সপ্তাহ দুয়েক সময় চেয়েছেন ছয়বারের ব্যালন ডর জয়ী।
আগামী ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পিএসজির নতুন ৩০ নম্বর জার্সিতে অভিষেক হতে পারে ফুটবল ম্যাজিশিয়ানের।
সান নিউজ/ এমএইচআর