স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের জয়কে বরাবরই ‘অঘটন’ ‘চমক’ ‘দুর্ঘটনা’ ‘ভাগ্য’সহ নানা আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচ জয়ের পর ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার বলেছিল ‘অঘটন’। পরের ম্যাচেও জয় পেয়ে বাংলাদেশ ৫-৩ ব্যবধান সিরিজ নিশ্চিত করলে পত্রিকাটি বলেছে ‘চমক’।
চতুর্থ ম্যাচ হেরেছে টাইগাররা। সোমবার (৯ আগস্ট) শেষ ম্যাচে মাত্র ৬২ রানে অলআউট হয় অজিরা। বড় জয় পায় বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে রীতিমতো এক ‘খুনি’ শিরোনাম করেছে আনন্দবাজার। শিরোনামে যেন অস্ট্রেলিয়াকে খুন করেছে পত্রিকাটি। আর সাকিবদের প্রশংসা। তাদের শিরোনাম ও ভাষারীতিসহ প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো।
আনন্দবাজারের শিরোনাম ‘বাংলাদেশ ক্রিকেট নতুন মহিমায়, অস্ট্রেলিয়াকে শেষ করে দিল ৬২ রানে, শাকিবের চার উইকেট’
সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপট দেখাল বাংলাদেশ। শেষ ম্যাচে অজিদের চূর্ণ করে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল মাহমুদুল্লা রিয়াদের দল। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে অল-আউট হয়ে গেল অস্ট্রেলিয়া।
পঞ্চম ম্যাচে বাংলাদেশ প্রথম ব্যাট করে তুলেছিল ৮ উইকেটে ১২২ রান। সেই রান তাড়া করতে গিয়ে মাত্র ৬২ রানে গুটিয়ে গেল অজিরা। ফলে ৬০ রানে ঘরের মাঠে জিতে ইতিহাস গড়ল টাইগার্সরা।
শাকিব আল হাসান ৯ রানে ৪ ও মহম্মদ সইফউদ্দিন ১২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাথু ওয়ডের দলকে গুঁড়িয়ে দিলেন।
করোনার জন্য গত সাত দিনে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলছে দুই দল। পরবর্তী সিরিজের জন্য সোমবার রাত ১টায় বাংলাদেশ ছাড়বে অজিরা। সেই বিমানে ওঠার আগে আরও একটা হারের লজ্জা হজম করলেন ড্যান ক্রিস্টিয়ান, মিচেল মার্শরা।
সিরিজ জেতা আগেই হয়ে গিয়েছিল। এ বার ৪-১ ব্যবধানে হারিয়ে এই প্রথম সব ধরনের ক্রিকেটে অজিদের বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশ।
সাননিউজ/এমআর