নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ কয়েক দফা পিছিয়েছে গত ৩ (আগষ্ট) শুরু হয়। করোনার ফলে দর্শক প্রবেশের অনুমতি নেই। আর দর্শকশূন্য প্রতিটি ম্যাচ। নেই কোনো উত্তাপ।
আজ সোমবার (৯ আগষ্ট) বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হলো দর্শকশূন্য ম্যাচে।
ঘরোয়া ফুটবলে এ রকম দর্শকশূন্য ম্যাচে শিরোপা নিষ্পত্তি হওয়ার ঘটনা আর আছে একটিই। ১৯৮৭ সালে ঢাকা আবাহনী ও মোহামেডানের লিগ শিরোপা নিষ্পত্তি হয়েছে একদম শূন্য স্টেডিয়ামেই। আজ ও সেদিনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।
আজ দর্শকশূন্য হয়েছে করোনা পরিস্থিতির কারণে। এপ্রিল মাস থেকে বাফুফে লিগ পরিচালনা করে আসছে খালি গ্যালারিতে। আজ শিরোপা নির্ধারণী ম্যাচেও দর্শক ছিল না স্টেডিয়ামে। ফলে বসুন্ধরা কিংসকে দর্শকশূন্য স্টেডিয়ামে শিরোপা উৎসব করতে হলো।
১৯৮৭ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ও মোহামেডানের লিগ শিরোপা নির্ধারণী প্লে অফ ম্যাচটি অমীমাংসিত থাকে। হাজার হাজার দর্শক বেশ উত্তেজিত ছিল। দুই দলের খেলোয়াড়রা নিজেরা যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে।
৩১ বছর পর ঢাকার ফুটবলে দর্শকশূন্য শিরোপা উৎসব ফিরে এলো। তবে একদিক থেকে কিংসের শিরোপা উৎসব ব্যতিক্রম। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবলের বড় কোনো প্রতিযোগিতার শিরোপা উৎসব দর্শকশূন্য হয়নি কখনো। আগের ঘটনাটি আর্মি স্টেডিয়ামে।
সাননিউজ/এএসএম