স্পোর্টস ডেস্ক: মৌসুম শুরু হয়নি এখনো। তবে এটা প্রীতি ম্যাচ। আনুষ্ঠানিক ভাবে মৌসুম শুরু আগেই আলোচনায় এএস রোমার কোচ হোসে মরিনহো। প্রীতি ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে রোমার কোচ মরিনহো সহ আরও তিন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচের ফলাফল ছাপিয়ে লাল কার্ডের ঘটনায় মূল কেন্দ্রবিন্দুতে।
মৌসুম শুরুর আগে নিজেদের শক্তিমত্তা, দুর্বলতা যাচাইয়ের জন্য প্রীতি ম্যাচ নিয়ে ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো।
রবিবার (৮ আগস্ট) তেমনই এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রোমা ও রিয়াল বেতিস।
ম্যাচের ৫৯ মিনিটে বেতিসের আলেক্স মোরিনোকে গোল করেন, তার পরপরই রোমার অধিনায়ক পেল্লেগ্রিনিকে তুলে নেন মরিনহো।
মাঠ ছাড়ার সময় আঙুল উঁচিয়ে মোরিনোকে কিছু একটা বলছিলেন তিনি। আর তাতেই তেড়ে আসেন রেফারি। মাঠ ছাড়ার সময়ই লাল কার্ড দেখান পেল্লেগ্রিনিকে।
রেফারির এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান মরিনহোও। মরিনহোর প্রতিবাদ রেফারির নজরে পড়লে তাকেও লাল কার্ড দেখান রেফারি।
তাছাড়া ম্যাচের ৬৫তম মিনিটে মানচিনি ও ৭৮তম মিনিটে রিক কারসদর্পকে লাল কার্ড দেখান রেফারি।
এই ম্যাচে বেতিসের কাছে ৫-২ গোলে পরাজিত হয় মরিনহোর রোমা।
সাননিউজ/এএসএম