নিজস্ব প্রতিবেদক: দুপুর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ঠিক যেন চতুর্থ ম্যাচের পুনরাবৃত্তি। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজের পঞ্চম ম্যাচে মিরপুরে বাগড়া দিতে পারে বৃষ্টি এমন ধারণা করছে আবহাওয়ার অফিস।
সোমবার (৯ আগস্ট) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অজি ও টাইগারদের সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ শুরুর হওয়ার রয়েছে সন্ধ্যা ছয়টায়। গত ৭ আগস্ট বৃষ্টির কারণে ম্যাচে টস হয় দেড় ঘণ্টা দেরিতে, খেলা শুরু হয় নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর। যদিও কমাতে হয়নি ম্যাচের দৈর্ঘ্য।
আজকের বৃষ্টিও উদ্বেগজনক নয়, অন্তত ম্যাচ পণ্ড করে ফেলার মত তো নয়-ই। তবে দুপুর থেকে মিরপুরের মেঘলা আকাশ থেকে ঝরছে বৃষ্টি। সন্ধ্যার আগে বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা থাকলেও আবহাওয়া রিপোর্ট বলছে, ম্যাচের শেষভাগে আবারও বৃষ্টি হানা দিতে পারে।
ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করায় শেষ ম্যাচ অবশ্য বাংলাদেশের জন্য নিছক আনুষ্ঠানিকতার। প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে টাইগাররা প্রথম তিন ম্যাচেই নিশ্চিত করে ফেলে সিরিজ জয়।
চতুর্থ ম্যাচে জয়ের ধারায় ফেরা অস্ট্রেলিয়া শেষ ম্যাচ জিতে বিশ্বকাপের আগে কিছুটা আত্মবিশ্বাস কুড়াতে মরিয়া হয়ে থাকবে। এদিকে টাইগরা চাইবে শেষ ম্যাচ নিজেদের করে নিতে।
সাননিউজ/এএসএম