স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের মধ্যেই এবার অনুষ্ঠিত হয়েছে টোকিও অলিম্পিক। যদি এবারের অলিম্পিক হওয়ার কথা ছিলো গত বছর অর্থাৎ ২০২০ সালে। কিন্তু মহামারি করোনা পিছিয়ে দেয় সেটি। এক বছর পিছিয়ে এবার অলিম্পিক হওয়ার আগেই ভর করেছিল নানা শঙ্কা। মহামারির মধ্যে অলিম্পিক হওয়া নিয়ে হয়েছিল নানা সমালোচনা।
১৭ দিনের ক্রীড়াযজ্ঞ শেষ হলো। পর্দা নামল টোকিও অলিম্পিকের। বর্ণিল উৎসবে শুরু হয়েছিল ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। পর্দাও নেমেছে একইভাবে। প্রায় তিন ঘণ্টাব্যাপী নানা আনুষ্ঠানিকতায়।
শেষ অবধি টোকিওতেই হয়েছে অলিম্পিক। শেষদিনের নাটকীয়তায় ৩৪ সোনা নিয়ে শীর্ষে থেকেই আসর শেষ করেছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ৮৩ দেশ এবার বিভিন্ন ইভেন্টের ফাইনালে খেলেছে।
টোকিওতে মিলন মেলা বসেছিল ১১ হাজারেরও বেশি অ্যাথলেটের। সঙ্গে ছিল আরও কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারি। আয়োজক, সম্প্রচারক, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে অন্তত ২৫ থেকে ৩০ হাজার মানুষ অংশ ছিলেন এবারের আসরের।
৪৩ দল নিজেদের নাম তুলেছে পদক তালিকায়। সোনা জেতে ২৩টি দেশ। ১২টি অলিম্পিক রেকর্ডের সঙ্গে হয়েছে তিনটি বিশ্ব রেকর্ড। এছাড়া ২৮টি এরিয়া রেকর্ড ও ১৫১টি জাতীয় রেকর্ড হয়।
সমাপনী অনুষ্ঠানে টোকিওর মেয়র ইউরিকো কোইকে পতাকা তুলে দেন আইওসি প্রেসিডেন্ট টমাস বাখের হাতে। এরপর তিনি তা তুলে দেন আগামী আসরের আয়োজক শহর প্যারিসের মেয়র আন হিদালগুর হাতে।
টোকিও অলিম্পিকে ৩৯টি সোনা, ৪১টি রুপা ও ৩৩টি ব্রোঞ্জসহ ১১৩টি পদক নিয়ে শীর্ষে থাকল যুক্তরাষ্ট্র। চীন ৩৮টি সোনা ৩২টি রুপা ও ১৮টি ব্রোঞ্জসহ ৮৮টি পদক নিয়ে আছে দ্বিতীয়স্থানে।
সাননিউজ/এএসএম