স্পোর্টস ডেস্ক:
করোনার কারণে আইপিএল হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অন্য যে কোন ক্রিকেট লিগের চেয়ে অর্থের ঝনঝনানি এ লিগে বেশি। আইপিএল বিশ্বের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি আসর।
কিন্তু করোনার কারণে সেই আইপিএল না হলে মোটা অঙ্কের ক্ষতি হবে সেটা চোখ কপালে তোলার মতোই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানান,আইপিএল না হলে ক্ষতি হবে ৪ হাজার কোটি রুপি।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের একটি বিসিসিআই। সেই তারা কিনা আইপিএল না হওয়ার কারণে বেতন কাটার চিন্তা-ভাবনাও করে রাখছে। এ প্রতিযোগিতাটি না হলে বিরাট কোহলিদের বেতনের ওপর প্রভাব পড়ার ইঙ্গিতই দিয়েছেন গাঙ্গুলী।
সূচি অনুযায়ী গত ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে ক্রিকেটাঙ্গনের সব খেলা বন্ধ রয়েছে। তাই বিশ্বের বড় বড় তারকাদের নিয়ে শুরু করা যায়নি আইপিএলের ১৩তম আসর। ভারতে লকডাউনে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল আইপিএল। এরপর তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়।