ক্রীড়া ডেস্ক : টোকিওর ইয়োকোহামা স্টেডিয়ামে ব্রাজিল-স্পেনের ফাইনালে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় আছে ফুটবল প্রেমীরা। ম্যাচটি বাংলাদেশ সময় শনিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে।
এতে টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবলের স্বর্ণ জেতার সুযোগ সেলেসাওদের। অন্যদিকে, স্পেনের সামনে হাতছানি ১৯৯২ সালে বার্সা অলিম্পিকের পর আবারও স্বর্ণ জেতার।
এর আগে, ব্রাজিল ও স্পেনের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল সরকারিভাবে কোনও প্রতিযোগিতায় মুখোমুখি হয়নি। এই প্রথম দু’দলের লড়াই হতে চলেছে। সিনিয়র পর্যায়ে ব্রাজিল ও স্পেন এখনও পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। স্পেন জিতেছে মাত্র দুটি ম্যাচে এবং বাকি দুটিতে ড্র হয়েছে। ফলে অলিম্পিক ফাইনালে যেমন ব্রাজিলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই, তেমনই আবার স্পেনের তরুণ ফুটবলারদের কাছে নিজেদের প্রমাণ করার তাগিদ।
সান নিউজ/এনএম