স্পোর্টস ডেস্ক: নানা র্শত। নানা আবদার ছিলো। তারপরেও সব মেনে নিয়েছিলো বিবিসি। তবে অজিরা নিজেরাই পারেনি শর্তের ধারে কাছে যেতে।
এক শর্ত ছিলো করোনাভাইরাস পরিস্থিতির কারণেই এমন কোনো ব্যাটসম্যানের ছক্কা মেরে বল গ্যালারিতে পাঠালে সেই বল আর মাঠে ফিরিয়ে আনা যাবে না। নতুন বল দিয়ে খেলা শুরু হবে!।
তবে মজার ব্যাপার, গত দুই ম্যাচে একবারও বল গ্যালারিতে পাঠাতে পারেনি অজি ব্যাটসম্যানরা। অবশ্য দুইবার বল গ্যালারিতে গেছে। তবে দুইবারই ব্যাটসম্যান ছিলেন বাংলাদেশি।
গত মঙ্গলবার প্রথম ম্যাচে তিনটি ছক্কা মারে বাংলাদেশ। এর মাঝে নাঈম ২টি আর মাহমুদউল্লাহ ১টি। ৪.২ ওভারের মাথায় মিচেল স্টার্ককে উড়িয়ে গ্যালারিতে বল পাঠান নাঈম। শর্ত অনুযায়ী নতুন বলে খেলা শুরু হয়। এরপর ১৩তম ওভারের মাথায় মাহমুদউল্লাহ রিয়াদও বল গ্যালারিতে পাঠান। সেই বলও পাল্টানো হয়।
প্রথম ম্যাচে অজিরা ছক্কা মেরেছে মাত্র ২টি। একটাও গ্যালারিতে যায়নি। বাংলাদেশ জিতেছে ২৩ রানের ব্যবধানে। সেটাই ছিল টি-২০তে অজিদের বিপক্ষে প্রথম জয়। আর গতকাল দ্বিতীয় ম্যাচে কোনো দলের ব্যাটসম্যানরাই গ্যালারিতে বল ফেলতে পারেনি। ম্যাচে ছক্কা হয়েছে মোট ৩টি।
এর মধ্যে বাংলাদেশের দুইটি ও অস্ট্রেলিয়ার ১টি। টানটান উত্তেজনাকর ম্যাচে আফিফ হোসেন আর নুরুল হাসানের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ ৫ উইকেটে টানা দ্বিতীয় জয় তুলে নেয়।
সাননিউজ/এএসএম