স্পোর্টস ডেস্ক: ফুরফুরে মেজাজে আছেন তিনি। কারণ কয়দিন আগে মাথা থেকে বড় একটা বোঝা নেমে গেছে। আক্ষেপটা ছিলো একটা আন্তর্জাতিক শিরোপার। সেটাও অবশেষে অর্জন হলো। বলছি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি কথা।
যুক্তরাষ্ট্রে, স্পেনের সাগরতীরে ছুটি কাটিয়ে অবশেষে তিনি বার্সেলোনায় ফিরেছেন। ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে নতুন চুক্তির ঘোষণাও আসছে যে কোনো সময়।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানাচ্ছে, বেশ কয়েক সপ্তাহ আগেই দু’পক্ষের মৌখিক চুক্তিটা হয়ে গেছে। শুধু কাগুজে চুক্তিটাই বাকি ছিলো। মেসি বার্সেলোনায় ফেরায় যেটা প্রায় পরিষ্কারই হয়ে গেছে যে চুক্তির ঘোষণা আসছে যে কোনো সময়।
প্রায় সব স্প্যানিশ গণমাধ্যমই জানাচ্ছে, তিন সপ্তাহ আগেই দুই পক্ষ নতুন চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির ফলে আগামী ৫ বছর বার্সেলোনাতেই থাকবেন মেসি। যদিও শেষ তিন বছরে তিনি খেলতে পারবেন যুক্তরাষ্ট্রে, তখন তিনি থাকবেন ক্লাবের দূত হিসেবে; চুক্তিতে আছে এমন ধারাও।
তবে এ চুক্তি সম্ভব হয়েছে দুটো কারণে। প্রথমটা মেসি নিজে। আগের চুক্তিতে যত আয় হতো মেসির, নতুন চুক্তিতে থাকছে না এর অর্ধেকেরও বেশি অর্থ। এরপরও লা লিগার বেঁধে দেওয়া বছরপ্রতি বেতন বাবত ২০০ মিলিয়ন ইউরোর বিধিনিষেধের কারণে সম্ভব ছিলো না বিষয়টা। ফলে শঙ্কা বাড়ছিলো ক্রমেই, মেসিকে আর দলে টানতে পারবে তো বার্সা?
অবশেষে লা লিগার একটা সিদ্ধান্তেই খুলেছে গেড়ো। আমেরিকান এক লগ্নিকারক প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় এক বিলিয়নেরও বেশি ইউরোর চুক্তির ফলে ক্লাবগুলো পাবে একটা বড় অঙ্কের অর্থ, যার একটা বড় অংশ ব্যবহার করতে পারবে বেতনেও। এ কারণেই মূলত মেসিকে নতুন চুক্তি দেওয়াটা সহজ হয়ে গেছে বার্সার।
সাননিউজ/এএসএম