ক্রীড়া ডেস্ক: একের পর শর্ত দিয়ে বাংলাদেশে খেলতে এসেছে অস্ট্রেলিয়া। তাদের দেয়া শর্তের মধ্যে একটি ছিলো কোন বল যদি ওভার বাউন্ডারি হয়ে গ্যালারিতে পড়ে তা দিয়ে খেলা যাবে না। সেই বল আর ঢুকবে না মাঠে। আজব এই নিয়মও মেনে নেয় বিসিবি। তবে দুই খেলায় একবারও তাদের দেয়া শর্ত নিজেরাই পূরণ করতে পারেনি। অর্থাৎ ছক্কা মেরে বল গ্যালারিতে নিতে পারেনি সফরকারীরা।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতেই হেরেছে অস্ট্রেলিয়া। কঅবশ্য দুইবার বল গ্যালারিতে গেছে। তবে দুইবারই ব্যাটসম্যান ছিলেন বাংলাদেশি। গত মঙ্গলবার প্রথম ম্যাচে তিনটি ছক্কা মারে বাংলাদেশ। এর মাঝে নাঈম ২টি আর মাহমুদউল্লাহ একটি। গ্যালারিতে পড়া বলে আর খেলা হয়নি।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ছক্কা মেরেছে মাত্র ২টি। একটাও গ্যালারিতে যায়নি। বাংলাদেশ জিতেছে ২৩ রানের ব্যবধানে। সেটাই ছিল টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়। আর গধবার দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।
সান নিউজ/এফএআর