সাননিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী মঙ্গলবার (৩ আগস্ট) এক অভিনন্দন বার্তায় সব খেলোয়াড়, কোচ, জাতীয় ক্রিকেট দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।
শেখ হাসিনা আশা প্রকাশ করেন, জাতীয় ক্রিকেট দল বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে।
স্পিনারদের দাপটে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারালো টাইগাররা। তাও আবার ১৩১ রানের দুর্বল সংগ্রহ নিয়ে। মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ২৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
সাননিউজ/এমআর