স্পোর্টস ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হয়ে যায়। তবে আইপিএল বাকি অংশ অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে। টুর্নামেন্টটি স্থগিত হওয়ার আগে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন দুইজন।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান ও রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজুর রহমান।
আইপিএলের বাকি অংশে এই দুইজন থাকবেন কি না এই নিয়ে সংশয় ছিল। বিশেষত বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ততা ছিল। তবে মঙ্গলবারই জানা যায় আইপিএলের সময় হওয়ার কথা যে ইংল্যান্ড সিরিজের, সেটি পিছিয়ে গেছে।
এরপর বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানালেন, আইপিএলের বাকি অংশ খেলার অনুমতি দেওয়া হবে সাকিব-মুস্তাফিজের। তাদের আইপিএলের বাকি অংশে খেলাটাকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছে বিসিবি। কারণ সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের পরই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
সাননিউজ/এএসএম