ক্রীড়া ডেস্ক : দুই দিন আগে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দলের তিন দিনের কোয়ারেন্টিন শেষ হয়েছে শনিবার (৩১ জুলাই)। করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ নিয়ে রোববার (১ আগস্ট) অনুশীলনে নেমেছে অজি ও টাইগাররা।
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কঠিন শর্তের জালে আবদ্ধ করে সফরে এসেছে অস্ট্রেলিয়া। তাদের শর্ত মেনে দুই দলের জন্য পুরো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ভাড়া নিয়েছে বিসিবি। সেখানে ঘাঁটি গেড়েছেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা।
গেটলক স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে খেলা। তার আগে রোববার অনুশীলনে নামে বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলন করবে সফরকারী অস্ট্রেলিয়াও।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ দল। ‘হোম অব ক্রিকেট’ লাগোয়া ইনডোরের ন্যাচারাল টার্ফ এবং শেরেবাংলার আউটফিল্ডে প্র্যাকটিস করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। আর বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফ্লাডলাইটের আলোয় শেরেবাংলা ও বিসিবি ইনডোরে নিজেদের ঝালিয়ে নেবে অস্ট্রেলিয়ানরা।
সান নিউজ/এনএম