ক্রীড়া ডেস্ক : ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স পদত্যাগ করেছেন। শুক্রবার (৩০ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন। খবর সিডনি মর্নিং হেরাল্ডের।
এর মধ্য দিয়ে টানা এক দশক প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা হন্স অধ্যায় শেষ হলো। এই সময়ের মধ্যে তিনি এমন এমন দল বাছাই করেছেন যারা বিশ্ব জয় করেছে। হারিয়েছে বিশ্বের বড় বড় দলকে।
অস্ট্রেলিয়ার দলের সাবেক স্পিন বোলার ট্রেভর হন্স ১৯৯৩ সালে প্রথম নির্বাচক হন। এরপর লম্বা সময় দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচকের। তার সময়ে অস্ট্রেলিয়া টানা ১৬ টেস্ট জিতেছে। ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপ জিতেছে।
৬৭ বছর বয়সী হন্সের পদত্যাগের পর গুঞ্জন শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান জর্জ বেইলি হতে যাচ্ছেন প্রধান নির্বাচক। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো বিষয়টি নিশ্চিত করেনি।
সাননিউজ/এমএইচ