ক্রীড়া ডেস্ক: প্রথমবারের মতো অলিম্পিক শিরোপা জিততে আর মাত্র দুই ধাপ দূরে নোভাক জকোভিচ। ফেবারিট হিসেবে টোকিও অলিম্পিকে এসেছেন তিনি। খেলছেনও ফেবারিটের মতো।
আয়োজকদের আশার ভরসা কেই নিশিকোরিকে ৭১ মিনিটে ৬-২, ৬-০ সরাসরি সেটে হারিয়ে দিয়ে সেমিফাইনালে চলে গেছেন জকোভিচ। জকোভিচ এবার মিশ্র দ্বৈতেও অংশ নিচ্ছেন। নিনা স্তোয়ানোভিচকে নিয়ে এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন জকোভিচ।
অলিম্পিকে কখনও স্বর্ণ জেতা হয়নি তার। ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জেতা নোভাক জকোভিচের লক্ষ্য এবার গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম জেতা। অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের পাশাপাশি যিনি অলিম্পিকেও সোনা জেতেন, তার ওই অর্জনকে গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম বলা হয়। যেই অর্জন আছে জকোভিচের প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের। টেনিস ভক্তদের আশা, এবার পদক নিয়েই বাড়ি ফিরবেন জকোভিচ।
সান নিউজ/এমএম