স্পোর্টস ডেস্ক: ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো ম্যাচ বিশ্ব ফুটবলের অন্যতম জমজমাট লড়াই। এবারের টোকিও অলিম্পিকে তেমন সুবিধা করতে পারি নি আর্জেন্টিনা। যার ফলে নানা মাধ্যম থেকে কথা শুনতে হয়েছে তাদের।
শেষ ম্যাচে স্পেনের সঙ্গে ড্র, তাতেই নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার অলিম্পিক থেকে বিদায়। এরপর ব্রাজিলিয়ান খেলোয়াড় ডগলাস লুইজ ইনস্টাগ্রামে ‘বিদায় ছোটভাই’ বলে খোঁচা দিয়েছিলেন আর্জেন্টিনাকে।
খোঁচা খেয়ে অবশ্য চুপ থাকেনি আর্জেন্টাইন ফুটবলাররাও। রদ্রিগো ডি পল, আর এমিলিয়ানো মার্টিনেজই যেমন খোঁচার জবাব দিলেন পাল্টা খোঁচায়।
বুধবার স্পেনের সঙ্গে পিছিয়ে পড়েও ড্র করে আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের ফলে অলিম্পিক থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় আলবিসেলেস্তেদের।
এরপরই লুইজ ইনস্টাগ্রামে একটা ছবি আপলোড দেন। যেখানে রিশার্লিসন, ম্যাতিয়াস কুনহা, রেইনিয়ার জেসুস আর লুইজ নিজে ছিলেন, হাত দেখিয়ে বিদায় জানাচ্ছিলেন। সেখানে লিখেছিলেন, ‘বিদায় ছোটভাই’। সেটা আবার রিশার্লিসন নিজেও রিপোস্ট করেছেন নিজের স্টোরিতে।
এর জবাব আসে আর্জেন্টিনার পক্ষ থেকে। রদ্রিগো ডি পল প্রথমে খোঁচা দেন রিশার্লিসনকে। কোপা আমেরিকার ফাইনালের একটা ছবি দিয়ে সেখানে জুড়ে দেন একটা শিরোপার ইমোজি।
যদিও পরে তিনি তা ডিলিটও করে দিয়েছেন নিজের স্টোরি থেকে।
রিচার্লিসনের এই স্টোরির পর অবশ্য আর কোনো উত্তর দেননি ডি পল ও আর্জেন্টিনার ফুটবলাররা। তবে এ দুই দেশের ফুটবলার অনলাইন লড়াইটা চরম উপভোগ করছেন ফুটবলপ্রেমীরা। এরই মধ্যে তাদের স্টোরির স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সাননিউজ/এএসএম