স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাস হানা দিয়েছে পুরো বিশ্বে। ঘরে বন্দি মানুষের জীবন হয়ে আসছে দুর্বিষহ। বন্ধ রয়েছে খেলাধুলা। এ অবস্থায় যে সব দেশে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে, সে সব দেশ লকডাউন কিছুটা শিথিল করছে। ইউরোপের সবচে জনপ্রিয় লিগের একটি স্প্যানিশ লা লিগার ক্লাবগুলো প্রস্তুতি নিচ্ছে অনুশীলনে নামার। কিন্তু অনেক খেলোয়াড় মনে করছে এখনও অনুশীলনে নামার সময় আসেনি। তাদেরই একজন বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে।
পিকে বলেন, 'করোনা এই পরিস্থিতিতে বাইরের অনুশীলন ক্যাম্প থেকে ঘরে থাকাই অধিক ভালো। এই মুহূর্তে বাইরের অনুশীলন ক্যাম্প এড়াতে পারলেই ভালো হতো। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে পরিবার ছাড়া ঘরের বাইরে থাকাটা অত্যন্ত কষ্টকর। কর্তৃপক্ষ এই মুহূর্তে অনুশীলন ক্যাম্প শুরু না করলে ব্যাপারটিকে সাধুবাদ জানাতাম।'
পিকে বলেন, 'ইউরোপের মধ্যে যে কয়েকটি দেশে করোনা ভয়ঙ্কর আকার ধারণ করেছে তার মধ্যে স্পেনও রয়েছে। বর্তমান পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। কিন্তু পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। অনুশীলন ক্যাম্প শুরু করার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। এখনও প্রতিদিন শতশত মানুষ মারা যাচ্ছে। আক্রান্ত হচ্ছে হাজার হাজার।'
তবে এই কঠিন সময়ে যারা ফুটবলের দায়িত্ব ঠিকমতো চালিয়েছে গেছেন তাদের ধন্যবাদ জানান জেরার্ড পিকে। বলেন, 'সবাই নিরাপত্তার বিষয়টি সামনে রেখে কাজ করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। গ্রুপ হয়ে অনুশীলন আমাদের মানিয়ে নিতে হবে।'
দীর্ঘদিন খেলা না হওয়ায় লিগ শেষ হওয়া রিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তবে পিকে মনে করছেন লিগের বাকি সবকটি ম্যাচই ভালোভাবে সম্পন্ন হবে। বর্তমানে লিগায় শীর্ষে রয়েছে পিকের বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে মাত্র ২ পয়েন্টে এগিয়ে রয়েছে তার দল।