স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের মধ্যে এবার টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে। শুরু থেকে নানা ধারণে অঘটন ঘটছে। ঘটতেছে আবার নানা ধারণের বিশ্ব রের্কড। এবারের টোকিও অলিম্পিকের নারী ৪ গুণিতক ২০০ মিটার রিলেতে রেকর্ড ভাঙল তিনটি দল। লড়াইটাও হলো সমানে সমানে। সেই সেই লড়াইয়ে যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়াকে বিশ্বরেকর্ড গড়ে হারাতে হয়েছে চীনকে।
তাতে চলতি অলিম্পিকের এই ইভেন্টে সোনাটাও নিশ্চিত করলেন চীনা মেয়েরা।
এমনিতে অলিম্পিকে চীনের আধিপত্য বেশ। কিন্তু নারী ৪ গুণিতক ২০০ মিটার রিলেতে দেশটির সোনা জয়ের হয়তো করেননি কেউ। সে অভাবনীয় কাজটাই করেছেন ইয়্যাং জুনজুয়ান, ত্যাং মুহান, জ্যাং উফেই, ও লি বিংজি। ৭:৪০.৩৩ মিনিট সময়ে ৪ গুণিতক ২০০ মিটার রিলে শেষ করে গড়ে ফেলেছেন বিশ্বরেকর্ড।
ইয়্যাংয়ের কল্যাণে লড়াইয়ের প্রথম খণ্ডযুদ্ধে জয় পায় চীন। এ সময় অস্ট্রেলিয়া ছিল দ্বিতীয়, কানাডা ছিল তালিকার তিনে। এমা ম্যাককেওনের কল্যাণে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় ধাপে জেতে অস্ট্রেলিয়া, গড়ে ফেলে স্প্লিট রেকর্ডও।
এ সময় কানাডাকে পেছনে ফেলে তালিকার শীর্ষ তিনে উঠে আসে যুক্তরাষ্ট্র। এরপর শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও চীন, তিনটি দলই। তবে এ লড়াইয়ে শেষমেশ বিজয়ীর হাসিটা হাসে চীন। ৭:৪০.৩৩ মিনিটে লড়াই শেষ করে বিশ্বরেকর্ডটাও গড়ে ফেলে চীন।
৭:৪০.৭৩ মিনিটে লড়াই শেষ করে যুক্তরাষ্ট্র, আমেরিকান রেকর্ডও গড়ে ফেলে তারা। ৭:৪১.২৯ মিনিট সময় নিয়ে অস্ট্রেলিয়াও গড়ে ফেলে ওশেনিয়ান রেকর্ড। তবে তাতে অবশ্য চূড়ান্ত লক্ষ্যটা অর্জিত হয়নি দল দুটোর, সন্তুষ্ট থাকতে হয়েছে যথাক্রমে রূপা ও ব্রোঞ্জপদক নিয়ে।
বৃহস্পতিবার দাপট দেখিয়েই জিতেছে চীন। তাদের দাপুটে পারফরম্যান্সে আগের বিশ্বরেকর্ডকে ছাড়িয়ে গিয়েও হতাশ হতে হয়েছে যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়াকে।
সাননিউজ/এএসএম