স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের মধ্যেই অনিশ্চয়তা ও সংশয় নিয়ে শুরু হলেও দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে চলছে টোকিও অলিম্পিক। গেমসের প্রথম দুই দিনে পদক তালিকায় নাম তুলেছে ৪০টি দেশ। এর মধ্যে ১৬টি দেশ জিতেছে অন্তত ১টি করে স্বর্ণ।
সোমবার (২৬ জুলাই) টোকিও অলিম্পিকের তৃতীয় দিনে রয়েছে আরচারি, শ্যুটিং, টেবিল টেনিসসহ অন্তত ১৪টি ডিসিপ্লিনের পদকের লড়াই। বাংলাদেশ সময় ভোর ৪.০০টা থেকে শুরু হয়ে রত ৮.০০টা পর্যন্ত চলবে বিভিন্ন ইভেন্টের খেলা।
একনজরে দেখে নেয়া যাক অলিম্পিকের আজকের পদকের লড়াইয়ের সূচি
জিমন্যাস্টিকস
পুরুষ দলীয় ইভেন্ট - বিকেল ৪.০০টা
ফেন্সিং
নারী সাব্রি একক - বিকেল ৫.৪৫ মিনিট
পুরুষ ফয়েল একক - বিকেল ৬.১০ মিনিট
জুডো
নারী ৫৭ কেজি ফাইনাল - বিকেল ৪.৫০ মিনিট
পুরুষ ৭৩ কেজি ফাইনাল - বিকেল ৪.৫০ মিনিট
টেবিল টেনিস
মিক্সড ডাবল ফাইনাল - বিকাল ৬.০০টা
তাইকোয়ান্দো
নারী ৬৭ কেজি - সন্ধ্যা ৬.৩০ মিনিট
পুরুষ ৮০ কেজি - সন্ধ্যা ৬.৪৫ মিনিট
ভারোত্তলন
নারী ৬৪ কেজি - বিকেল ৪.৫০ মিনিট
সাননিউজ/এএসএম