স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে জিম্বাবুয়েতে রয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। তিনি সেখানে থেকেই পেলেন বাবার মৃত্যুর খবর।
বিপ্লবের বাবা আব্দুল কুদ্দুস রাজধানীর ঢাকায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিপ্লবের বাবার মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি।
বিপ্লবের বাবা দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। বছরখানেক আগে একবার শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি।
আমিনুল ইসলাম বিপ্লব অল্প দিনেই বেশ নজর কাড়েন। দেশের লেগ স্পিন সংকটের ত্রাতা হয়ে ওঠার সম্ভাবনাও তার মধ্যে দেখেন অনেকে। জাতীয় দলের সঙ্গী বিপ্লব অনেক দিন ধরেই, বিশেষত টি-টোয়েন্টি সিরিজে। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে সিরিজেও বাংলাদেশ দলের সঙ্গে আছেন তিনি।
চলতি জিম্বাবুয়ে সিরিজের মাঝপথেই এই লেগ স্পিনারকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
সাননিউজ/এমআর