ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় পাঁচ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। এর মধ্য দিয়ে তিনি জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে যান ।
ওয়ানডেতে দেশের হয়ে এতদিন ২৬৯ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন মাশরাফি। এখন ২৭৬ উইকেট নিয়ে সবার উপরে সাকিব।
সাকিব আল হাসান মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার মাত্র দুই ম্যাচের ব্যবধানে তামিমও ছাড়িয়ে যাচ্ছেন জাতীয় দলের এ সাবেক সফল অধিনায়ককে। ম্যাশ দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১৮টি ওয়ানডেতে অংশ নেন।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুর দেড়টায় জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় স্বাগতিকদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। এদিন মাঠে নামার মধ্য দিয়ে ওয়ানডে ম্যাচ খেলার মধ্য দিয়ে মাশরাফিকে ছাড়িয়ে দ্বিতীয় পজিশনে উঠে যাবেন তামিম। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইতোমধ্যে ২১৮টি ম্যাচ খেলেছেন।
দেশের হয়ে সবচেয়ে বেশি ২২৭টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার বাবা-মা করোনা আক্রান্ত হওয়ায় ওয়ানডে সিরিজের আগেই জিম্বাবুয়ে সফর থেকে হঠাৎ করেই দেশে ফেরেন মুশফিক।
২১৫তম ওয়ানডেতে অংশ নিতে যাচ্ছেন সাকিব। দেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে ২০০তম ওয়ানডে পূর্ণ হবে মাহমুদউল্লাহ রিয়াদের।
সাননিউজ/এমএইচ