স্পোর্টস ডেস্ক: ইসরায়েলের শীর্ষ লিগের ফুটবল ক্লাব বেইতার জেরুজালেম প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে। এই ম্যাচ খেলার ব্যাপারে শুরুতে ইতিবাচক ছিল বার্সাও। জেরুজালেমের টেডি স্টেডিয়ামে ৪ আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে শেষ মুহূর্তে এসে নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন করেছে লিওনেল মেসির দল।
বার্সেলোনার পক্ষ থেকে বেইতার জেরুজালেমকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ম্যাচ খেলতে তারা ইসরায়েল সফর করবে না। শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের বয়কট আহ্বানে সাড়া দিল মেসির ক্লাব। কোপা আমেরিকা জয়ী এই মহাতারকার এই ম্যাচটি খেলা লাগছে না।
নিজেদের ভূখণ্ডে দখলদার ইহুদিদের হাতে প্রতিনিয়ত মার খাচ্ছে ফিলিস্তিনিরা। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও অমানবিক অত্যাচার বন্ধ রাখেনি ইসরায়েল। এমন সময় ইসরায়েল সফরে গিয়ে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বার্সার। এরপর বার্সেলোনা ফুটবল দলকে বয়কট করার আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনিরা।
সম্প্রতি বার্সার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা জেরুজালেমে গিয়ে কোনও ম্যাচ খেলতে চায় না। বেইতার জেরুজালেম ক্লাবের মালিক মোশে হগেগ বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ম্যাচটি আয়োজনের জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলো। কিন্তু বার্সার পক্ষে থেকে সেটা না করা হয়।
সাননিউজ/এএসএম