খেলা
টোকিও অলিম্পিক

নাম সরিয়ে নিলেন ফেদেরার

ক্রীড়া ডেস্ক: আগামী টোকিও অলিম্পিকে সর্বোচ্চ ২০টি গ্রান্ডস্লাম জয়ী টেনিস কিংবদন্তি রজার ফেদেরারকে দেখা যাচ্ছে না। দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৯ বছর বয়সী এই সুইস তারকা। এর ফলে নাদাল-ফেদেরার বিহীন টেনিস প্রতিযোগিতার সাক্ষী হতে যাচ্ছে টোকিও অলিম্পিক।

এর আগে রাফায়েল নাদাল অলিম্পিকের পুরুষ একক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কিংবদন্তি নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তবে ফেদেরার নাম প্রত্যাহারের কারন ফিটনেস।

বিশ্ব র‍্যাংকিংয়ে বর্তমানে নয়ে থাকা ফেদেররের হাঁটুতে ২০২০ সালে তিনটি অস্ত্রোপচার হয়েছে। কোর্টের বাইরে ছিলেন বছরের পুরোটাই। পছন্দের টুর্নামেন্ট উইম্বলডনে ফিরলেও বাদ পড়েছেন বাজেভাবে। উইম্বলডনের যে ঘাসের কোর্টে কখনো ৬-০ গেমে সেট হারেননি, সেটাই ঘটেছে এবার। ফের তাঁকে ঘাসের কোর্টে দেখা যাবে কিনা তাই নিয়েও রয়েছে সংশয়।

যে হাঁটুর চোট থেকে সেরে উঠতে বিরতি নিয়েছিলেন, সেই চোটই ফের মাথাচড়া দিয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম প্রত্যাহারের বিষয়টি জানিয়ে এই টেনিস কিংবদন্তি লেখেন, ‘ঘাসের কোর্টের মৌসুম চলার সময়েই আমি হাঁটুর চোটে আক্রান্ত হই। আমি মেনে নিয়েছি, আমাকে টোকিও অলিম্পিক গেমস থেকে সরে দাঁড়াতেই হবে। আমি খুবই হতাশ। কারণ, নিজের দেশের প্রতিনিধিত্ব যতবার করেছি, প্রতিবার তৃপ্তি পেয়েছি অনেক।’

এর মাঝেই সেরে উঠতে কাজ শুরু করে দিয়েছেন ফেদেরার। আশাবাদী সামনের গ্রীষ্মেই মাঠে ফেরার। তিনি আরও লেখেন, ‘আমি এর মধ্যেই চোটের পুনর্বাসন শুরু করে দিয়েছি। আশা করব, সামনের গ্রীষ্মেই আবার কোর্টে ফিরতে পারব। গোটা সুইস দলকে আমার শুভকামনা। আমি দূর থেকে তাঁদের সমর্থন করে যাব।’

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে কৃষকরা খুশি

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এসব মিষ্টি কুমড়া যাচ্ছে দেশে...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৭ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্...

গাজায় হামলার প্রতিবাদে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানও উত্তাল

গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৮ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভি...

ইসরায়েল নিশ্চিহ্নে হামাস ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল!

ইরান ও হামাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলে...

ঈদে কে কোন আসনে সক্রিয় ছিলেন এনসিপি নেতারা

পবিত্র ঈদুল ফিতরে অন্তত ৪০টি নির্বাচনী আসনে জনসংযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা