স্পোর্টস ডেস্ক:সারা বিশ্বে রয়েছে তার কোটি কোটি ভক্ত। তাকে ছুঁয়ে দেখার স্বপ্ন দেখেন অনেকেই। তার সাথে সেলফি তুলতে ভিড় লাগে সব সময়। তিনি লিওনেল মেসি। তবে সবার ভাগ্য সহায়ও হয় না অবশ্য। তবে মেসিকে একবার সামনে থেকে দেখা পেয়েও নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারেন যেকোনো ফুটবলপ্রেমী।
আর যদি তার অটোগ্রাফ পাওয়া যায় তাহলে? নিশ্চয়ই সেটা বিশেষ কিছু হবে। কিন্তু করোনার বাস্তবতায় মানতে হয় নানা বিধিনিষেধ। তাই কাছ থেকে দেখলেও অটোগ্রাফ পেতে পোহাতে হয় ভোগান্তি। তাই তো মেসিকে সামনে পেয়ে জার্সি ছুঁড়ে দেন সমর্থকরা।
আর সেটা কি না মাটি থেকে কুড়িয়ে নেন খোদ লিওনেল মেসি! হ্যাঁ, এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা গেছে ভক্তদের জার্সি মাটি থেকে কুড়িয়ে হাসিমুখে অটোগ্রাফ দিচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।
গত রোববারই শেষ হয়েছে আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষা। এতদিন পর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে মেসি। দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব।
সাননিউজ/এএসএম