স্পোর্টস ডেস্ক : ইউরো কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার (১১ জুলাই) দিবাগত রাতে। ফাইনাল ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড ও ইতালি। কিন্তু গোল্ডেন বুট জেতার তালিকায় এগিয়ে আছেন দ্বিতীয় রাউন্ডে বাদ পড়া পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে রোনালদোর পর্তুগাল। তবে প্রথম রাউন্ডের তিন ম্যাচেই ৫ গোল করে রেখেছেন রোনালদো। যা কি না এখনও পর্যন্ত আসরের সর্বোচ্চ। সেমিফাইনাল থেকে বাদ পড়া ডেনমার্কের ফরোয়ার্ড প্যাট্রিক শিকেরও রয়েছে সমান ৫ গোল।
কিন্তু ইউরো কাপের নিয়ম অনুযায়ী গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছে রোনালদো। কারণ ৫ গোলের পাশাপাশি ১টি এসিস্টও রয়েছে তার। অন্যদিকে ৫ গোল করলেও কোনো এসিস্ট করতে পারেননি শিক। ফলে এসিস্টের কারনে এগিয়ে রোনালদো।
সান নিউজ/ এমএইচআর