স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন উপেক্ষিত থাকার পর আর্জেন্টিনার জাতীয় দলে সুযোগ পান মার্টিনেজ। সেই উপেক্ষিত মার্টিনেজই এখন দলের অন্যতম ভরসা।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অনেক বছর ধরেই মারাকানায় এমন ম্যাচের জন্য আমরা অপেক্ষা করেছি। নিজেদের সবকিছু ঠেলে দিতে আমরা প্রস্তুত। আমরা একদম প্রথম দিন থেকেই অনুপ্রাণিত। জাতীয় দলের হয়ে ফাইনাল খেলা ও শিরোপা উঁচিয়ে ধরা আমার স্বপ্ন। ব্রাজিলের বিপক্ষে মারাকানায় সেটা খেলতে পারার চেয়ে ভালো কিছু হয় না। পুরো আর্জেন্টিনার মানুষ দেখতে চায় আমরা ব্রাজিলকে হারিয়েছি।’
গত দশকে তিনটি ফাইনাল খেললেও একটিতেও জিততে পারেনি আর্জেন্টিনা। এমনকি করতে পারেনি কোনো গোলও। তবে এবার ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদি মার্টিনেজ। জাতীয় দলের হয়ে প্রথম ফাইনাল রাঙাতে চান জয়ের রঙে।
সেমিফাইনালে তার নৈপুণ্যেই জয় পেয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়ার পাঁচ পেনাল্টির তিনটিই ঠেকিয়ে দিয়ে নায়ক বনে গিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।
সান নিউজ/ এমএইচআর