স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালের আগে বেশ বড়সড় ধাক্কা খেলো স্বাগতিক দেশ ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারবে না গ্যাব্রিয়েল জেসুস। চিলির বিপক্ষে ম্যাচে ইউজেনিও মেনাকে ফ্লাইং কিক মারার অপরাধে পুরো কোপা আমেরিকা থেকেই নিষিদ্ধ হয়েছেন তিনি।
তাই নিজেদের নিয়মিত ফরোয়ার্ডকে ছাড়াই ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। শুধু দুই ম্যাচের নিষেধাজ্ঞাই নয়, পাশাপাশি ৫ হাজার ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ২৩ হাজার টাকার বেশি) জরিমানাও গুনতে হচ্ছে জেসুসকে।
টুর্নামেন্টের আয়োজক সংস্থা কনমেবলের ডিসিপ্লিনারি কমিটি কোয়ার্টার ফাইনালের সেই ফ্লাইং কিকের জন্য জেসুসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। যার প্রথমটি কেটে গেছে পেরুর বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে। আর পরেরটি হবে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচে।
সান নিউজ/ এমএইচআর