খেলা

তামিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: হারারে টেস্টের টসে খুশি দুই দলের অধিনায়কই। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক টস জিতে বেছে নিলেন ব্যাটিং। জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেইলর বললেন, তাদের চাওয়া ছিল আগে বোলিংই।

টসের আগে অবশ্য বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। হাঁটুর চোটে এই ম্যাচ খেলা নিয়ে সংশয়ে থাকা তামিম ইকবালকে শেষ পর্যন্ত পাচ্ছে না দল। সাইফ হাসানের সঙ্গে বাংলাদেশের ইনিংস শুরু করবেন সাদমান ইসলাম।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের তলানির দল জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশ বেছে নিয়েছে ৮ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান খেলানোর নিরাপদ পথ। স্কোয়াড ঘোষণার কয়েকদিন পর নাটকীয়ভাবে দলে আসা মাহমুদউল্লাহ ঢুকে গেছেন একাদশেও। অভিজ্ঞ এই ক্রিকেটার সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে। হতাশাজনক ফর্মের ধারাবাহিকতায় রাওয়ালপিন্ডিতে ওই টেস্টে হ্যাটট্রিক বলে বাজে শট খেলে আউট হওয়ার পর দল থেকে বাদ পড়েছিলেন তিনি।

টস জিতে অধিনায়ক মুমিনুল বললেন, চতুর্থ ইনিংসে চোখ রেখে তার এই সিদ্ধান্ত। “উইকেট দেখে শুষ্ক মনে হচ্ছে। আমার মনে হয়, চতুর্থ ইনিংস গুরুত্বপূর্ণ হবে, উইকেটে স্পিন ধরতে পারে।”

তবে টেইলর আগে বোলিং করতে পেরে খুশি প্রথম দিনের কথা ভেবে।

“আমরা খুশি, আগে বোলিংই করতাম টস জিতলে। হারারে স্পোর্টস ক্লাবে বরাবরই আমাদের জন্য বোলিংয়ের ভালো দিন হয়ে আসছে। আকাশে কিছুও মেঘও আছে এখন, তা হয়তো সরে যাবে। তবে বোলাররা উইকেট কাজে লাগাতে পারবে বলেই আশা করি।”

জিম্বাবুয়ের হয়ে নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিনের না খেলা নিশ্চিত ছিল আগে থেকেই। কোভিড আক্রান্ত পরিজনের সংস্পর্শে আসায় আইসোলেশনে আছেন দুজন। তাদের হয়ে টেস্ট ক্যাপ পাচ্ছেন দুই ক্রিকেটার, ব্যাটসম্যান টাকুদজয়নাশে কাইটানো ও অলরাউন্ডার ডিওন মায়ার্স।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমু হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি।

জিম্বাবুয়ে একাদশ: টাকুদজয়নাশে কাইটানো, রয় কাইয়া, রেজিস চাকাভা, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), টিমাইসেন মারুমা, ডিওন মায়ার্স, মিল্টন শুম্বা, ডোনাল্ড টিরিপানো, ভিক্টর নিয়াউচি, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে কৃষকরা খুশি

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এসব মিষ্টি কুমড়া যাচ্ছে দেশে...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৭ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্...

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে সরব বাংলাদেশ, ক্লাস-পরীক্ষা হচ্ছে না বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে

গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্...

৭ এপ্রিল: ইতিহাসের এই দিনে

আজ সোমবার, ৭ এপ্রিল ২০২৫। ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দে...

তুচ্ছ ঘটনায় রাজবাড়ীতে কিশোর হত্যা,খুনের রহস্য উদঘাটন

রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়া গ্রামে বালু উ...

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা