স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে উঠার লড়াইয়ে পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার (৬ জুলাই) ভোর ৫টায় মুখোমুখি হবে ব্রাজিল-পেরু। মজার ব্যাপার হলো দুই বছর আগে সবশেষ আসরের ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে কোপা জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এবার গ্রুপ পর্বে সেই পেরুকে ৪-০ গোলে দেন নেইমাররা!
লাতিন আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এই দাপটটাই ধরে রাখতে চায় ব্রাজিল। সবচেয়ে বড় কথা ফিরে দেখা অতীত স্বস্তি দিচ্ছে নেইমারদের। ব্রাজিল ও পেরু মুখোমুখি হয়েছে ৪৬ বার। যেখানে ৩৩ জয় তুলে নিয়েছে ব্রাজিল। মাত্র ৫ ম্যাচ জয় পেরুর। ড্র হয়েছে ৮ ম্যাচ।
কোপা আমেরিকাতেও ব্রাজিলের সামনে পাত্তা পায়নি পেরু। শতবর্ষী পুরোনো এই টুর্নামেন্টে মোট ১২ বার মুখোমুখি হয়েছে দল দুটি। যেখানে ব্রাজিল জিতেছে ৮ ম্যাচ, পেরু দুইটি। বাকি দুই ম্যাচ ড্র। সব মিলিয়ে বেশ ভালো অবস্থানে আছে ব্রাজিল।
সান নিউজ/ এমএইচআর