স্পোর্টস ডেস্ক : সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন বাফুফের হেড অব মিডিয়া অমিত। সোমবার (৫ জুলাই) দুপুরে আজিমপুর গোরস্থানে মায়ের কবরেই দাফন করা হয় তাকে।
দাফনের আগে দুটি জানাজা হয়েছে। একটি গোপীবাগে, আরেকটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। লকডাউনের মধ্যেও ক্রীড়াঙ্গনের অনেক মানুষ শরিক হয়েছিল অমিতের জানাজায়।
অমিতের ক্রীড়াঙ্গনে যাত্রা সংগঠক হিসেবে। তাই শুরু থেকেই তার ক্রীড়া সংগঠকদের সঙ্গে সুসম্পর্ক। বাফুফের হেড অব মিডিয়া হিসেবে চাকরি নেয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গেও সখ্য গড়ে ওঠে তার।
কিডনি প্রতিস্থাপন করতে ভারতে গিয়েছিলেন অমিত। সেখানে সফলভাবে অস্ত্রোপচারের খবরও এসেছিল। কিন্তু পরবর্তী জটিলতায় বুধবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয় বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সান নিউজ/ এমএইচআর