খেলা

এবার লড়াই হয়তো পেলের সাথে মেসির!

স্পোর্টস ডেস্ক: অন্যরকম এক মুগ্ধতা ছড়িয়ে দেন তিনি। পাসিং, ড্রিবলিং, গোল করা ও করানো সবই তার কৃতিত্ব। ফুটবল পায়ে তার দক্ষতা মোহ জাগাবে সবাইকে। তিনি লিওনেল মেসি। গোল করে ও করিয়ে রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছেন তিনি। আর্জেন্টাইন তারকার প্রতিটি গোলই যেন রোমাঞ্চ ছড়িয়ে যায়।

আর একটু। তাহলে তিনি ছাড়িয়ে যাবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলেকে। দক্ষিণ আমেরিকার ফুটবলার হিসেবে জাতীয় দলে এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ডটি তার দখলে। ৯২ ম্যাচে ৭৭ গোল করে তালিকায় সবার উপরে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ১৪৯ ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ গোল মেসির।

রোববার সকালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হয় আলবিসেলেস্তেরা। তিন গোলের বড় জয়ে সেমিফাইনালে চলে গেছে তারা। প্রথম দুই গোলে অ্যাসিস্টের পর তৃতীয় গোলটি আসে মেসির পা থেকে। ফ্রি কিকে গোল করেন তিনি।

এই গোলের পর আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির গোলসংখ্যা হয় ৭৫ থেকে ৭৬টি। আর মাত্র এক গোল করলেই মেসিকে ছুঁয়ে ফেলবেন তিনি, দুই গোল করলে ছাড়িয়ে যাবেন তাকে। তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও একজন ব্রাজিলিয়ান। ১০৭ ম্যাচে ৬৮ গোল করে তালিকার দুইয়ে আছেন নেইমার এরপর থাকা আরেক সেলেসাও ফুটবলার রোনালদোর ৯৮ ম্যাচে গোলসংখ্যা ৬২টি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা