স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ঘরে গত ২৮ বছরে ওঠেনি কোনো আন্তর্জাতিক শিরোপা। চলমান কোপা টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে মেসিরা। শিরোপা খরা ঘোচানোর মিশনে বাংলাদেশ সময় রোববার (৪ জুলাই) ভোর সাতটায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দলের অভিজ্ঞ ডিফেন্ডার ওটামেন্ডি বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ছন্দ না হারিয়ে খেলাটা খুঁজে পাওয়ার চেষ্টা করা। ম্যাচটা ৯০ মিনিটের। আমরা শিরোপা জয়ের ব্যাপারে খুবই মনোযোগী। খুব ভালো একটা দল, কেবল ১১ জনের ব্যাপার না, স্ক্যালোনি আমাদের বুঝিয়েছে ২৮জনই গুরুত্বপূর্ণ। তাই কারোই শান্ত থাকার সুযোগ নেই, যে কেউ গুরুত্বপূর্ণ হতে পারে। ডিফেন্সে ভালো হলে আমরা মাঝমাঠ থেকে সব সুবিধা নিয়ে আক্রমণে যেতে পারবো।’
তিনি আরও বলেন, ‘জাতীয় দলের হয়ে শিরোপা জেতাটা সবচেয়ে সেরা অর্জন হবে। সব খেলোয়াড়ের ভাবনা একই রকম। আমরা দুইবার কাছাকাছি গিয়েও জিততে পারিনি। কিন্তু এবার দারুণ উৎসাহ নিয়ে খেলতে এসেছি। মূল ব্যাপারটা হচ্ছে, আমরা এখানে জিততে এসেছি এবং সেটার দিকেই তাকিয়ে আছি।’
সান নিউজ/ এমএইচআর