স্পোর্টস ডেস্ক : ইউরো ২০২০ ফুটবল টুর্নামেন্টে ডেনমার্ক ও ফিনল্যান্ডের ম্যাচে ডেনিশ তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন। ফুটবলের পর এবার একই ঘঠনা ঘটলো ক্রিকেট মাঠে। পরপর দু’জন ওয়েস্ট ইন্ডিয়ান নারী ক্রিকেটার মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন।
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটাররা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানের নারী ক্রিকেট দলের। ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিংয়ের সময় হঠাৎ দেখা যায় চিনেল হেনরি মাটিতে লুটিয়ে পড়েছেন। প্রথমে তার খিঁচুনি দেখা দিলেও পরে জ্ঞানই হারিয়ে ফেলেন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার ঠিক পরই তুমুল বৃষ্টি নামে। যার কারনে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটার এবং চিনেল হেনরির খুব কাছের বন্ধু চিডিয়ান নেশনও ড্রেসিংরুমের ঠিক বাইরে হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়। চিডিয়ান নেশনকেও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জানিয়েছেন, দু’জনেরই জ্ঞান ফিরেছে। আগের চেয়ে তারা ভাল বোধ করছেন; কিন্তু তাদের ঠিক কী হয়েছিল, সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তবে দুই বন্ধুর পরপর এভাবে অজ্ঞান হওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে অ্যান্টিগার ক্রিকেট মাঠে।
সান নিউজ/এমএইচআর