স্পোর্টস ডেস্ক : হারলেই বিদায় এমন সমীকরণ নিয়ে আজ শুরু হচ্ছে কোপা আমেরিকার নকআউট পর্ব। বাঁচা-মরার লড়াইয়ে শনিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাঠে নামবে ব্রাজিল ও চিলি। যেখানে ব্রাজিলকেই ফেবারিট ধরা হচ্ছে।
শক্তিমত্তায় চিলির থেকে বেশ এগিয়ে নেইমাররা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের হেড টু হেড পরিসংখ্যান।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে যেখানে ব্রাজিল জিতেছে ৫১টি ম্যাচ, সেখানে চিলির জয় মাত্র ৮টি। ম্যাচ ড্র হয়েছে ১৩টি। কোপা আমেরিকায় ব্রাজিল আর চিলি মুখোমুখি হয়েছে মোট ২১ বার। এর মধ্যে ব্রাজিল জিতেছে ১৬ ম্যাচ, চিলি জিতেছে ৩টিতে। ড্র হয়েছে বাকি ২ ম্যাচ।
ব্রাজিল-চিলির সর্বশেষ দেখা হয়েছিল ২০১৭ সালের অক্টোবরে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে। সে ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল।
সংক্ষিপ্ত পরিসংখ্যান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে চিলির চেয়ে ব্রাজিল শত গুণ এগিয়ে। এখন দেখার অপেক্ষা আগামীকালের ম্যাচে কোনো অঘটন ঘটে কিনা।
সান নিউজ/ এমএইচআর